মেয়ে=মানুষ, আর মাল মানে পণ্য। তাহলে আমরা কেন একটি মেয়েকে মাল বলি?মানুষ তো আমি আপনি সবাই।অর্ধেক নারী আর আর্ধেক নর। কিন্তু একটা মেয়ে মানুষ মানে পণ্য।তাহলে ছেলে মানে কি সম্পূর্ণ...।আর আমার জানা মতে পণ্য মানুষ মানুষের কাছে ক্রয় বিক্রয় করে থাকে। তাহলে একটা মেয়ে কে কি করে ক্রয়-বিক্রয় করবেন...??😱 আচ্ছা আমি মেনে নিলাম,,মেয়েকে ক্রয়-বিক্রয় করা যায়। আর একটা মেয়ে কে তখনি ক্রয়-বিক্রয় করা যায় যখন মেয়েটা শরীরের দায়ে হোক আর পেটের দায়ে হোক,, বাজারে মেয়ে বা ইজ্জৎ বিকিয়ে চলে। আর এর মানে দাঁড়ায় আপনি একটা মেয়েকে মাল বলছেন এই জন্য যে,,মেয়ে টা কে আপনি ক্রয় করবেন, বা বিক্রয় এর অফার করছেন। হয় আপনি মানুষ নামক বাণিজ্যিক পণ্যের খদ্দের বা দালাল।আপনি একটা চরিত্রহীন অথবা একটা বেশ্যার দালাল। শব্দটা শুনতে খারাপ লাগছে হয়ত।কিন্তু একটা মেয়ে যদি মাল বলা যায় তো একটা ছেলেকে কেনো চরিত্রহীন বেশ্যার দালাল বলা যেতেই পারে। আমি একটা মেয়ে,,প্রতিনিয়ত অন্যান্য মেয়েদের মতো আমাকেও জীবনের কোন এক বাজে সময়ে এই মাল শব্দ শুনতে হইয়েছে। আগে খারাপ লাগলেও এখন আর লাগে না....।ছেলেটা আমাকে মাল বলে যতটা উল্লাসিত হয়,,আমি ঠিক ততোটাই আনন্দিত হয়....।মনে হতে পারে আমি কেমন গাধার মতো কথা বলছি। হুম বলছি,,আর মেনেও নিয়েছি বা নিলাম যে আমাকে যখন কেও মাল বলে। তখন আমি একটা মাল। 😎
কিন্তু এখন আমার কথা হলো,, দুনিয়াতে কি ছেলের জন্ম ছেলের গর্ভে থেকে ভূপতিত হয়েছে ,,নাকি মেয়ের গর্ভে থেকে ভূপতিত হইয়েছে...?প্রশ্ন টা হাস্যকর হলেও উত্তর সবার এক হবে আমি জানি। অবশ্যাই একটা ছেলেকে আমার মতো কোনো মাল জন্ম দিয়েছে।মাল বলে ছেলেদের উল্লাসিত হবার সাথে সাথে আমি আনন্দিত হয় এই ভেবে যে,,,যদি আমি মাল হয় তো সেই ছেলের মা মাল,,তার বোন মাল,,ছেলেটার বউ মাল,,এমন হতে পারে ছেলেদের ছোট্ট মেয়ে বা ভাতিজী পিচ্চি মেয়েও টাও একটা মাল হবার জন্য আপেক্ষা করছে। সেও কারো না কারো মুখের মাল হবে।তাদের পরিবারের মেয়ে গুলোও মাল...।তার মানে মাল বলাতে দাড়ায় আপানার বাড়ির মাল গুলোর দালালি করে বা খদ্দের গুছিয়ে অন্যের বাড়ির মেয়ের দালালি করতে আসছেন সেই সকল ছেলেরা,,যারা মেয়েদের মাল বলে গর্ব বোধ করে । আর নিজের ঘরের মাল বা বেশ্যার দালালি করতে করতে হাপিয়ে গিয়ে অন্যের মেয়েকে রাস্তাঘাটে নিজের ঘরের মাল মনে করে ডাকছেন।
অন্যের ঘরের মেয়েকে মাল বলার আগে চিন্তা করবেন আপনার ঘরে কয়টা মাল আছে,
,আর কয়টা মাল হবার জন্য দিনের পর দিন পার করে বেরে উঠছে। অন্যের মেয়ের সাইজ না মেপে,,নিজের চরিত্রের সাইজ মাপেন। এতে নিজের ঘরের মালের সাইজ গুলোও মেয়ে,মা,বোন হয়ে থাকবে....নয়তো বা তারাও কারো না কারো পণ্য হবে....☺☺মানে মাল
কিন্তু এখন আমার কথা হলো,, দুনিয়াতে কি ছেলের জন্ম ছেলের গর্ভে থেকে ভূপতিত হয়েছে ,,নাকি মেয়ের গর্ভে থেকে ভূপতিত হইয়েছে...?প্রশ্ন টা হাস্যকর হলেও উত্তর সবার এক হবে আমি জানি। অবশ্যাই একটা ছেলেকে আমার মতো কোনো মাল জন্ম দিয়েছে।মাল বলে ছেলেদের উল্লাসিত হবার সাথে সাথে আমি আনন্দিত হয় এই ভেবে যে,,,যদি আমি মাল হয় তো সেই ছেলের মা মাল,,তার বোন মাল,,ছেলেটার বউ মাল,,এমন হতে পারে ছেলেদের ছোট্ট মেয়ে বা ভাতিজী পিচ্চি মেয়েও টাও একটা মাল হবার জন্য আপেক্ষা করছে। সেও কারো না কারো মুখের মাল হবে।তাদের পরিবারের মেয়ে গুলোও মাল...।তার মানে মাল বলাতে দাড়ায় আপানার বাড়ির মাল গুলোর দালালি করে বা খদ্দের গুছিয়ে অন্যের বাড়ির মেয়ের দালালি করতে আসছেন সেই সকল ছেলেরা,,যারা মেয়েদের মাল বলে গর্ব বোধ করে । আর নিজের ঘরের মাল বা বেশ্যার দালালি করতে করতে হাপিয়ে গিয়ে অন্যের মেয়েকে রাস্তাঘাটে নিজের ঘরের মাল মনে করে ডাকছেন।
অন্যের ঘরের মেয়েকে মাল বলার আগে চিন্তা করবেন আপনার ঘরে কয়টা মাল আছে,
,আর কয়টা মাল হবার জন্য দিনের পর দিন পার করে বেরে উঠছে। অন্যের মেয়ের সাইজ না মেপে,,নিজের চরিত্রের সাইজ মাপেন। এতে নিজের ঘরের মালের সাইজ গুলোও মেয়ে,মা,বোন হয়ে থাকবে....নয়তো বা তারাও কারো না কারো পণ্য হবে....☺☺মানে মাল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন