শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

শহরের ফ্ল্যাটে বন্দি তরুণীরা আজ বাথরুমের শাওয়ার এ ভিজে বৃষ্টিতে ভেজার শখ মেটায়।দিন বদলের পালাই এটাই বাস্তবতা। ইমরান খান।

ভোরের কাক ডাকা শহরের মত এই শহরে কাকের আহাজারি নেই,নেই কুকিল, শালিক, টুনটুনি বা চড়ুই পাখির সুমধুর কলরব। তীক্তের কাকের মত চারপাশটা কেমন জানি হাহাকার। এই শহরে মানুষ তবুও স্বপ্ন দেখে এবং কেমন জানি নিজেকে বদলানোর নিত্য পরিকল্পনা আর স্বপ্নে বিভোর থাকে। তাই সময়ে অসময়ে মানুষগুলো বদলে যায়। আর চার পাশের মানুষগুলোও সবাই নিজ নিজ স্বার্থে চেনা শহরে অচেনা হয়ে যায়, তখন নিজেকে বড়ই একলা মনে হয়।নিজের প্রতি নিজের ঘৃনা হয়। কেন স্বার্থপর হতে পারলামনা!  কি হলাম জীবনে? কিছুইতো না!তারপরও ছুটে চলি আজ। বাঁচতে চাই একমুটো সোনালি দিনের আশাই।জীবনটাকে বদলাতে সময়ে অসময়ে ছুটেছি আলো আঁধারিতে।আঁধারটা যেন নিত্য সঙ্গী আজ!জীবনটাকে মাঝে মাঝে খুব বিরক্তিকর মনে হয়। মনে হয় আমি একটা মানুষ সৃষ্টি না হলে আজব এই পৃথিবীর কি এমন ঘাটতি হতো?আধুনিকতা, সভ্যতা, এসবের ভীড়ে সরলতা ও মানবিকতা আজ নিজেকে হারিয়ে ফেলেছে! হারিয়ে গেছে মীনা, রাজু আর মিঠু। টেলিভিশন খুললে এখন জাপানি চিত্র আর হিন্দি ভাষার জনপ্রিয়তায় চুপসে গেছে ঠাকুরমার ঝুলি আর গোপাল ভাঁড়। বড্ড সরলতায় ভরা ছিলো সেই আমাদের শৈশবকাল, আলিফ লায়লার দৈত্য আর জ্বীন দেখে হতাম ভয়ে কুপোকাত। অথচ আজকালকার শিশুরা নির্ভয়ে খেলায় মগ্ন ভূতের ছবির থ্রী-ডি,তারা জানে এগুলো আধুনিক যন্ত্রের কারসাজি।ব্যাটারীর খেলনার ভীড়ের মাঝে হারিয়েছে সেই মাটির পুতুল।এখন আধুনিক সমাজে ফুলদানিতে শোভা পায় প্লাস্টিকের রঙ্গীন ফুল।নাগরদোলার স্থানটা আজ রোলার কোস্টার এর দখলে।কানামাছি, গোল্লাছুট আর সুলতানা -বিবিয়ানা কবেই তলিয়ে গেছে ডিজিটাল সভ্য সমাজের যাতাকলে।রঙ্গীন মলাটে মোড়া গল্পের বই আজ মোবাইল আর ট্যাব এর ভেতর।খাকি পড়া পিওন এর দু'চাকার
সাইকেল এর ঘন্টিটা ক্রিং ক্রিং বাজিয়ে আর হলুদ খামে চিঠি দিতে আসেনা।প্রিয়জনদের চিঠি তো আজ নীল -সাদা চ্যাট বাক্সে বন্দি।এ যুগের কিশোররা ঘুড়ির বদলে আকাশে রিমোট কন্ট্রোল হ্যালিকপ্টার উড়ায়।এখন তো ঝালমুড়ি আর আচার রঙ্গীন প্যাকেটেও পাওয়া যায়।শহরের ফ্ল্যাটে বন্দি তরুণীরা আজ বাথরুমের শাওয়ার এ ভিজে বৃষ্টিতে ভেজার শখ মেটায়।
দিন বদলের পালায় পুরো পৃথিবী আজ নেমেছে ম্যারাথন এর প্রতিযোগিতায়।তাই মানবতা এখন যাদুঘরে
রাখা আছে কোনো কাঁচের ডিবায়। আর মানুষ গুলো হন্য হয়ে ছুটছে টাকার নেশায়। জীবনের মানে খুজে পাই আজ পাতলা এই কাগজে। তাই মানুষকে বদলাতে হয়, টিকে থাকার লড়াইয়ে তাই সবাই বদলে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জুমার নামাজটা পড়তে পারলাম না।

একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...