উপলব্ধি থেকে জন্ম নেয় অভিজ্ঞতা। অভিজ্ঞতা দেয় ধারণা, আর বহুবিধ ধারণা থেকে জন্ম নেয় জ্ঞান। একজন সঠিক নেতার সততার বোধ, অহিংসাবোধ, স্থান কাল পাত্রে সম্প্রাসারিত করে জনগণের কাছে ছড়িয়ে পড়ে। ঠিক এভাবেই সত্যিকারের নেতা হয়ে ওঠা একজন মানুষ প্রফেসর ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভি (এম.পি)।একজন সৎ এবং মহৎ নেতা। শৈশব থেকে অজানাকে জানার মধ্য দিয়ে মানুষের দুঃখ ও দারিদ্রের সঙ্গে সর্বোপরি মানুষের আকঙ্কাকে স্পর্শ করতে দীক্ষা পেয়েছেন যিনি।আল্লামা ইকবালের মতে একটি উষ্ণ হৃদয় আর ঠাণ্ডা মস্তিষ্ক- এই দুইয়ের সম্মিলনেই মানুষ পরিণত হয় অনন্য মানুষে, ইনসানে কামেলে। হৃদয়ের উষ্ণতার পাশাপাশি আজ আপনি মস্তিষ্ককে একেবারে ঠাণ্ডা রাখতে শিখেছেন। অনন্য মানুষে উত্তরণের স্বর্ণ তোরণ এখন আপনার সামনে। তোরণের সিঁড়িতে পা রেখেছেন অনেক আগেই আপনি। এখন শুধু পায়ে পায়ে এগিয়ে যাওয়া সবাইকে সঙ্গ নিয়ে। অনেক দূর এগিয়েও গেছেন আপনি আমাদের সকলকে নিয়ে। আলোকিত হচ্ছে আপনার হৃদয় আপনার নির্বাচনী এলাকা। পরিষ্কার আজ আপনার সামনের পথ। নব নব অনুভবে উদ্ভাসিত আজ আপনি। নিজেই উপলব্ধি করতে পেরেছেন, সবকিছুকে জয় করার শক্তি আপনার মধ্যেই নিহিত রয়েছে। প্রশান্তিতে আজ আপনার জীবনের প্রতিটি অঙ্গ। সাফল্য, প্রাচুর্য আর খ্যাতি আজ আপনার সহজ স্বত:স্ফূর্ততায়|
আপনি একজন দরদী! আপনি জানেন অনন্য মানুষ ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কি? একজন অনন্য মানুষ সাধারণের মত শুধু নিজের কথাই ভাবে না, ভাবে চারপাশের সবার কথা। নিজের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আপনি সম্মান করেন অন্যের অধিকারকেও। নিজের সঙ্গী-সন্তানকে ভালবাসার পাশাপাশি ভালবাসেন নেতা কর্মী থেকে সবাইকে। আপনার ভালবাসা কখনো জৈবিক নয়, আপনার ভালবাসা আত্মিকও। বিশ্বজনীন মমতা রয়েছে আপনার মাঝে। তাই জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রতিই বাড়িয়ে দেন মমতার হাত। হিংসা, হিংস্রতা আপনার স্বভাববিরুদ্ধ। আপনি সবসময় বিশ্বাস করেন অহিংসা ও ক্ষমায়। আবেগ ও প্রবৃত্তি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনি কখনো অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হননি। আপনি নিয়ন্ত্রিত সত্য দ্বারা, বিবেক দ্বারা। সাধারনের মতো আপনি কখনো মৃত্যুকে ভয় পাননি। মৃত্যুকে জীবনের পরিসমাপ্তি মনে করেননি কখনো বরং জৈবিক মৃত্যুকে নতুন জীবনের সূচনা মনে করেন আপনি। আপনি সেই অকুতোভয়। আপনি ভাল করেই জানেন আপনি একজন কসমিক ট্রাভেলার মহাজাগতিক মুসাফির। এই জৈবিক ভ্রমণ শেষ করে আপনি শুরু করবেন আরেক ভ্রমণ। তাই আপনি হাসতে হাসতে মরতে পারেন বলে বিস্বাস আমাদের।আপনার মত নেতাকে কখনো শৃঙ্খলিত করা যায় না, দাস বানানো যায় না। অপমানিত শৃঙ্খলিত জীবনের চেয়ে মুক্তির অন্বেষায় আত্মদানকে আপনি অনেক শ্রেয় মনে করেন। আপনার মত নেতা কখনও অন্যের কাছে করুণা ভিক্ষা করে না, আশ্রয় চায় না, বরং নিজেই হাজার মানুষের আত্মিক আশ্রয়ে পরিণত হন। আপনি শুধু নিজের দুঃখকে জয় করেন তা নয়। লাখো মানুষকে দুঃখ দুর্দশা জয়ের পথ দেখান। আপনি একাই আজ প্রাচুর্যের অধিকারী নয়! অগণিত মানুষ আপনার সংস্পর্শে এসে প্রাচুর্যের সন্ধান পায়। আপনাকে কখনও শোষক হতে দেখিনি আমরা,দেখেছি নিপীড়িত, শোষিতের বন্ধু ও তাদের মুক্তির পথ প্রদর্শক হতে। ব্যতিক্রম ও অনন্যতাকে নিঃসন্দেহে শ্রদ্ধা করে বিস্ময় সৃষ্টি করার শক্তি আপনার মাঝেই সুপ্ত রয়েছে। তাই আজ আপনি সাধারণের মত ব্যতিক্রম ও অনন্যতার দিকে বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে থাকেন না, সুপ্ত শক্তিকে জাগ্রত করে নিজেই হয়ে ওঠে অনন্য। আজ এই লগনে এসে অনন্য মানুষ হওয়ার অভিযাত্রায় অংশগ্রহণ করায় আমার মত সকলকে নিঃসংশয়ে বলতে হয়.... প্রবৃত্তির শৃঙ্খল ছাড়া, দুঃখ ও বঞ্চনা ছাড়া আপনার আর হারানোর কিছু নেই। তাই সাতকানিয়া লোহাগাড়ার জনগন আজ থেকে আপনাকে সাতকানিয়া লোহাগাড়ার জন্য সর্বকালের সর্বস্রেষ্ট, শিক্ষিত মার্জিত ও অবিসংবাদিত নেতা ঘোষনা দিতে বদ্ধ পরিকর।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
জয় হউক সাতকানিয়া লোহাগাড়ার রাজনীতি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন