প্রথম পুত্র সন্তানের বাবা হলেন চলচিত্র নির্মাতা ইমন সাদি।
২০১০ সালে মালিবাগের বাগান বাড়ীর ছেলে ইমন সাদির সাথে কুমিল্লার মেয়ে মৌ এর রং নাম্বারে প্রথম ফোন আলাপ হয়। ফোন আলাপের পাঁচদিন পর মৌয়ের সাথে কুমিল্লার গ্রামের বাড়ীতে ইমন সাদির প্রথম সাক্ষাত হয়, মৌ তখন কিছুতেই বিশ্বাস করতে পারেনি ইমনের সাথে তার হঠাৎ এভাবে দেখা হবে। মৌ এতটা সিরিয়াস ছিলনা যতটা ইমন ছিল। প্রথম দেখার পর দুজন দুজনকে আরো আপন করে নিল। এভাবে অতিবাহিত হয় তাদের পবিত্র ভালবাসারর ৭ টি বছর। ইমন প্রতিজ্ঞা করেছিল যেদিন সে ডিরেক্টরশিপ পাবে সেদিনই পারিবারিক ভাবে মৌকে ঘরে তুলে আনবে। অবশেষে ২০১৬ সালের ২২শে জুলাই যেদিন ইমন ডিরেক্টরশিপ পেল সেদিন তারা পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো।আলোকিত হলো দুটি জীবন,আর আজ তাদের ঘর আলোকিত করতে রাত ১টা ৪৫ মিনিটে মগবাজারের আরদিন হসপিটালের নাছিমা ওয়ার্ডে তাদের কোল আলো করে প্রথম পুত্র সন্তানের জন্ম হয়।ইমন তার ফেসবুক টাইমলাইনে নবজাতকের ছবিসহ একটি পোস্ট দিয়ে সুখবরটি জানান দেন। তিনি তাতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের পিতা হলাম। আল্লাহপাকের দরবারে লাখো শুকরিয়া।ইমনের বাবা যার নবজাতকের নাম রেখেছে মুছা। মা-ছেলে দু’জনই সুস্থ আছে। সন্তুষ্টি জ্ঞাপন করলো মহান আল্লাহর কাছে ধন্যবাদ দিল স্ত্রী মৌ কে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য। পরিশেষে কৃতজ্ঞতা জানান পরিবার, ভাই-বন্ধু আর শুভাকাঙ্ক্ষিদের কাছে।
সকলের কাছে দোয়া প্রার্থী ইমন।
নিউজঃ ইমরান খান।
২০১০ সালে মালিবাগের বাগান বাড়ীর ছেলে ইমন সাদির সাথে কুমিল্লার মেয়ে মৌ এর রং নাম্বারে প্রথম ফোন আলাপ হয়। ফোন আলাপের পাঁচদিন পর মৌয়ের সাথে কুমিল্লার গ্রামের বাড়ীতে ইমন সাদির প্রথম সাক্ষাত হয়, মৌ তখন কিছুতেই বিশ্বাস করতে পারেনি ইমনের সাথে তার হঠাৎ এভাবে দেখা হবে। মৌ এতটা সিরিয়াস ছিলনা যতটা ইমন ছিল। প্রথম দেখার পর দুজন দুজনকে আরো আপন করে নিল। এভাবে অতিবাহিত হয় তাদের পবিত্র ভালবাসারর ৭ টি বছর। ইমন প্রতিজ্ঞা করেছিল যেদিন সে ডিরেক্টরশিপ পাবে সেদিনই পারিবারিক ভাবে মৌকে ঘরে তুলে আনবে। অবশেষে ২০১৬ সালের ২২শে জুলাই যেদিন ইমন ডিরেক্টরশিপ পেল সেদিন তারা পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো।আলোকিত হলো দুটি জীবন,আর আজ তাদের ঘর আলোকিত করতে রাত ১টা ৪৫ মিনিটে মগবাজারের আরদিন হসপিটালের নাছিমা ওয়ার্ডে তাদের কোল আলো করে প্রথম পুত্র সন্তানের জন্ম হয়।ইমন তার ফেসবুক টাইমলাইনে নবজাতকের ছবিসহ একটি পোস্ট দিয়ে সুখবরটি জানান দেন। তিনি তাতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের পিতা হলাম। আল্লাহপাকের দরবারে লাখো শুকরিয়া।ইমনের বাবা যার নবজাতকের নাম রেখেছে মুছা। মা-ছেলে দু’জনই সুস্থ আছে। সন্তুষ্টি জ্ঞাপন করলো মহান আল্লাহর কাছে ধন্যবাদ দিল স্ত্রী মৌ কে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য। পরিশেষে কৃতজ্ঞতা জানান পরিবার, ভাই-বন্ধু আর শুভাকাঙ্ক্ষিদের কাছে।
সকলের কাছে দোয়া প্রার্থী ইমন।
নিউজঃ ইমরান খান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন