শনিবার, ৬ জুন, ২০২০

সুনাম ধন্য "নকশী" ইভেন্ট ম্যানেজমেন্টে আপনাদের স্বাগতম।


"নকশী" 
হোম-ইন্টেরিয়র, অফিস ইন্টেরিয়র, শো-রুম ইন্টেরিয়র, রেস্টুরেন্ট ইন্টেরিয়র, হসপিটাল ইন্টেরিয়র ডিজাইনের স্টাইল লিস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটি নতুন ফ্ল্যাট এর ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারে ভাবতে গেলে প্রথমেই আসে কোন স্টাইলে ডিজাইনটি হবে। সাধারনত. আমাদের দেশে ডিজাইন স্টাইলকে একটু কম গুরুত্ব সহকারে দেখা হয়। কিন্তু এটির গুরুত্ব অনুভব করা যায় যখন আমরা ফ্ল্যাটে বসবাস শুরু করি। ফার্নিচারের কালার কম্বিনেশন, টেক্সার, জানালার পজিশন, লাইটিং ইত্যাদি বিষয়গুলোর সঠিক কম্বিনেশন না হলে এক সময় পুরো ঘরের পরিবেশটাই উদাসীন এবং স্ট্রেসফুল হয়ে যায়। এজন্য, আগে থেকেই ডিজাইন স্টাইল সম্পর্কে আমাদের জেনে নেয়া দরকার।
যেমন ধরেনঃ
♦ট্রেডিশনাল ইন্টেরিয়র স্টাইলঃ
এটি মূলত ক্লাসিক ইউরোপিয়ান স্টাইলের প্রতিচ্ছবি।
সম্প্রসারিত মোল্ডিং এবং উড প্যানেলিং।
এক্সপেন্সিভ ফেব্রিক যেমন: সিল্ক, ভেলভেট, কাশ্মিরি এবং কটন ও লিলেনের মত আরামদায়ক কাপড়।
উজ্জ্বল টাইল এবং উডেন ফ্লোর প্যাটার্ন।
♦মডার্ন ইন্টেরিয়র স্টাইলঃ
প্রথমত, ইন্টেরিয়র ডিজাইনের উপর ক্লিন এবং চকচকে একটা বৈশিষ্ট্যই মূলত মডার্ন স্টাইলকে রিপ্রেজেন্ট করে। এই ডিজাইনে বেশিরভাগ গ্লাস এবং স্টিল জাতীয় ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। এটি দেখতে খুবই সিম্পল এবং অত্যন্ত সুন্দর। পুরো ডেকোরেশনের মধ্যে আপনি একটা ফ্রেশ লুক পাবেন। যারা ঘরের ইন্টেরিয়র ডিজাইনে একটু পরিবর্তন চান তদের অনেকেরই মন জিতে নিতে পারে শুধুমাত্র এই দুটি বিষয়, মসৃন এবং ফার্নিচারের ইউনিক ডিজাইন।
♦সমসাময়িক/কন্টেম্পরারি ইন্টেরিয়র স্টাইলঃ
অনেকেই মনে করেন কন্টেম্পরারি ডিজাইন স্টাইল আর মডার্ন স্টাইল একই। কিন্তু বাস্তবে এই দুটি স্টাইল একে অপরের থেকে সম্পূর্ন আলাদা। কিন্তু, ডিজাইনাররা অনেক সময় এই দুটি স্টাইলকে নেগোসিয়েট করে একটি প্যাটার্ন দাড় করে থাকেন। কন্টেম্পরারি ডিজাইন প্রকৃতির সাথে আরও বেশি সম্পর্কিত। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্টাইল এটি, কারন ট্রেডিশনাল স্টাইলের থেকে এখানে খরচ তূলনামুলকভাবে কম।
♦মিনিমালিস্ট হোম-ইন্টেরিয়র স্টাইলঃ
নামেই স্পস্টভাবে বোঝা যায়, মিনিমালিস্ট ইন্টেরিয়র ডিজাইন সত্যিই সিম্পল এবং লো-কি। এই ডিজাইনের মুলনীতি হল “less is more”, তাই এখানে সিম্পল কিছু বিষয়কে অসাধারনভাবে ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। যদিও টেকনিক্যালি এটি কোন প্রতিষ্ঠিত ডিজাইন স্টাইল না, কিন্তু এটির যথেষ্ট চাহিদা রয়েছে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই ডিজাইন ট্রেন্ড চালু হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে। এটি মূলত সূক্ষ্ম জাপানীজ নকশাকার দ্বারা প্রভাবিত হয়েছিল।
দক্ষিন এশিয়ার অঞ্চলগুলোতে মূলত এই চারটি স্টাইল বেশি জনপ্রিয়। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে আরও বেশকিছু ইন্টেরিয়র স্টাইল প্রচলিত আছে, যেমন: মিড-সেনচুরি মডার্ন স্টাইল, ইন্ডাস্ট্রিয়াল ইন্টেরিয়র ডিজাইন, একলেকটিক ডিজাইন স্টাইল, বিচ/নটিক্যাল স্টাইল, ফার্ম-হাউজ স্টাইল, স্ক্যান্ডিনেভিয়ান স্টাইল, রাস্টিক স্টাইল, সাউথ-ওয়েস্টার্ন স্টাইল, ভিনটেজ স্টাইল, বোহেমিয়ান স্টাইল, আর্ট ডেকো স্টাইল ইত্যাদি।
হোম ইন্টেরিয়র সম্পর্কে সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের স্বপ্ন পূরনের প্রতিটি সোপান পরিপূর্ন করতে আমরা আছি আপনাদের সাথে। বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো।


৩২৯, সোনার মদিনা টাওয়ার ( ৪র্থ তলা ),
শাহ আমানত সেতু সংযোগ রোড।
বাকলিয়া, কালামিয়া বাজার, চট্টগ্রাম।
আলাপঃ ০১৫১৯-২২২৭৭৭
              ০১৮১৭-৭৫৭৫৩৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জুমার নামাজটা পড়তে পারলাম না।

একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...