মেঘ বালিকা!
তোমার কি মনে পড়ে কখন তোমার সাথে আমার পরিচয়?কত তারিখ? কত সাল?আচ্ছা যাক সেই কথা।সাল আর তারিখ বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার মত কঠিন মানুষটাকে এতো সহজ করে কিভাবে আবিষ্কার করে নিলে?এটা আসলে তোমার ভালবাসার পারদর্শিতা। তুমি তো জানো আমি সব সময়ই অগোছালো।আর কখনো ভাবিনিও কি করে গোছাতে হয় নিজেকে।পথিক হয়ে চলেছি যেখানেই পথ মনে হয়েছে।মাঝে মাঝে নিজেকে তুলনা করি নিঃসঙ্গ ঐ রুপালী চাদের সাথে যাকে দেখলে মনের অনেক কষ্ট মোচন হয়।কিন্তু চাদের যে সুপ্ত কষ্ট গুলো তা রয়ে যায় সবার অগোচরে।তাইতো সুপ্ত কষ্ট চেপে নিদ্রাহীন প্রতিটি রজনী কাটে খোলা বেলকনির আঙ্গিনায় তোমাকে ভেবে। মাঝে মাঝে অবোধ শিশুদের মত তোমাকে কাছে পাওয়ার বাইনা করি যা তোমার কাছে নিতান্তই হাস্যকর মনে হয়। তখন খুব কষ্ট হয়! ১৪ ফেব্রুয়ারি প্রসঙ্গে তোমার এই লিখা সত্যি আমাকে তোমার প্রতি আরো বেশি অনুগত হতে বাধ্য করেছে।তুমি যে লিখলে মাঝে মাঝে আমাকে কাছে পেতে ভীষণ ইচ্ছে করে তোমার। যদিও মুখে বলছো এসব দিবস-টিবস তুমি মানোনা। তুমি মানতে না বাট আজ ভীষণভাবে মানতে ইচ্ছে হচ্ছে তোমার।
এটা কি ভালবাসা?প্রশ্ন রাখলে আমার জন্য।আমাকে অনেক ভালবাসো তুমি। বিশ্বাস রেখে বলেছো আমার ভালবাসা পেয়ে আর সব ভালবাসাকে পর করে দিয়েছো তুমি।এমনকি
তুমি যে........এটাও ভুলে যাচ্ছো।তোমাকে কখনো ভুল না বুঝার আকুতি! তাঽলে মরেই যাবে।আমাকে পেলে জীবনে আর কিচ্ছু চাইবেনা। কসম,,,,,,,,,,,,,,করে বলেছো তুমি ভাল খাবার চাইবেনা কারণ,আমিই নাকি তুমার প্রিয় খাবার ফুসকা। ভাল থাকার জায়গা চাইবেনা কারণ রোঁদ-বরষায় আমিই তোমার রক্ষাকারী ছাতা। সত্যি তোমার এ চাওয়া গুলো পাওয়াতে পরিনত হউক এটাই আমার এখন একমাত্র প্রত্যাশা। তোমার এ ভালবাসা জীবন্ত থাকুক আমার জন্য আজীবন। তোমার তুমি আমার হয়ে আমার ভীতর বেঁচে থাকো অনন্তকাল।
তোমার কি মনে পড়ে কখন তোমার সাথে আমার পরিচয়?কত তারিখ? কত সাল?আচ্ছা যাক সেই কথা।সাল আর তারিখ বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার মত কঠিন মানুষটাকে এতো সহজ করে কিভাবে আবিষ্কার করে নিলে?এটা আসলে তোমার ভালবাসার পারদর্শিতা। তুমি তো জানো আমি সব সময়ই অগোছালো।আর কখনো ভাবিনিও কি করে গোছাতে হয় নিজেকে।পথিক হয়ে চলেছি যেখানেই পথ মনে হয়েছে।মাঝে মাঝে নিজেকে তুলনা করি নিঃসঙ্গ ঐ রুপালী চাদের সাথে যাকে দেখলে মনের অনেক কষ্ট মোচন হয়।কিন্তু চাদের যে সুপ্ত কষ্ট গুলো তা রয়ে যায় সবার অগোচরে।তাইতো সুপ্ত কষ্ট চেপে নিদ্রাহীন প্রতিটি রজনী কাটে খোলা বেলকনির আঙ্গিনায় তোমাকে ভেবে। মাঝে মাঝে অবোধ শিশুদের মত তোমাকে কাছে পাওয়ার বাইনা করি যা তোমার কাছে নিতান্তই হাস্যকর মনে হয়। তখন খুব কষ্ট হয়! ১৪ ফেব্রুয়ারি প্রসঙ্গে তোমার এই লিখা সত্যি আমাকে তোমার প্রতি আরো বেশি অনুগত হতে বাধ্য করেছে।তুমি যে লিখলে মাঝে মাঝে আমাকে কাছে পেতে ভীষণ ইচ্ছে করে তোমার। যদিও মুখে বলছো এসব দিবস-টিবস তুমি মানোনা। তুমি মানতে না বাট আজ ভীষণভাবে মানতে ইচ্ছে হচ্ছে তোমার।
এটা কি ভালবাসা?প্রশ্ন রাখলে আমার জন্য।আমাকে অনেক ভালবাসো তুমি। বিশ্বাস রেখে বলেছো আমার ভালবাসা পেয়ে আর সব ভালবাসাকে পর করে দিয়েছো তুমি।এমনকি
তুমি যে........এটাও ভুলে যাচ্ছো।তোমাকে কখনো ভুল না বুঝার আকুতি! তাঽলে মরেই যাবে।আমাকে পেলে জীবনে আর কিচ্ছু চাইবেনা। কসম,,,,,,,,,,,,,,করে বলেছো তুমি ভাল খাবার চাইবেনা কারণ,আমিই নাকি তুমার প্রিয় খাবার ফুসকা। ভাল থাকার জায়গা চাইবেনা কারণ রোঁদ-বরষায় আমিই তোমার রক্ষাকারী ছাতা। সত্যি তোমার এ চাওয়া গুলো পাওয়াতে পরিনত হউক এটাই আমার এখন একমাত্র প্রত্যাশা। তোমার এ ভালবাসা জীবন্ত থাকুক আমার জন্য আজীবন। তোমার তুমি আমার হয়ে আমার ভীতর বেঁচে থাকো অনন্তকাল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন