কাঁদবো বলে তোমাকে ভালোবাসিনি। তোমার বুকের বাম পাশে লুকোতে চেয়েছি.......ঠাঁই হয়নি......তোমায় নিয়ে নির্ঘুম রাতে তারায় বাসর সাজাতে চেয়েছি.....তুমি বলেছো কল দিবানা জীবনেও।হঠাৎ মনে হয়েছে তোমার সাথে কিছুদূর পথ চলতে হাতে হাত রেখে। তোমাকে বলা হয়নি, কি জানি এই জীবনেও হয়তো আর বলা হবে না।তবু বলে রাখি.....
তোমার বুকের মাঝখানে কবর খুঁড়ে রেখো,
নিজেকে দাফন করতে চাই।
তোমার বুকের মাঝখানে কবর খুঁড়ে রেখো,
নিজেকে দাফন করতে চাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন