জীবন এক কঠিন সংগ্রামের নাম। যেখানে জয় এবং পরাজয় দুটিই আছে। সংগ্রাম ছাড়া কখনো জয় আসেনা।জীব বিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রদের শেখাচ্ছিলেন,শুঁয়োপোকা কিভাবে প্রজাপতিতে রুপান্তরিত হয়। তিনি ছাত্রদের বললেন যে পরবর্তী দু,ঘন্টার মধ্যে শুঁয়োপোকার গুটি থেকে প্রজাপতি বেরিয়ে আসবে।তবে কেউ যেন তাড়াহুড়ো করে প্রজাপতিকে গুটি থেকে বের করার চেষ্টা করবেনা।এটা বলে শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে গেল।
এদিকে ছাত্ররা গুটির দিকে থাকিয়ে অপেক্ষা করতে লাগল। প্রজাপতি গুটি থেকে বের হওয়ার জন্য নড়েচড়ে চেষ্টা করে যাচ্ছিল। একটি ছাত্র দয়া পরবশে শিক্ষকের উপদেশ অমান্য করে গুটি ভেঙ্গে প্রজাপতিকে বাইরে আসতে সাহায্য করলো। ফলে প্রজাপতি বাইরে আসার জন্য আর বেশি চেষ্টা করতে হলো না, কিন্তু অল্প পরেই প্রজাপতিটি মারা গেল।
শিক্ষক ফিরে এলো।অন্য ছাত্ররা তাকে বিষয়টি অবগত করলো।শিক্ষক বাখ্যা করে বোঝালেন যে প্রজাপতিকে সাহায্য করতে গিয়ে ওই ছাত্রটি প্রজাপতিকে মেরে ফেলেছে।কারন প্রাকৃতিক নিয়মে গুটি থেকে বের হওয়ার সময় তাকে যে সংগ্রাম করতে হয় তার ফলে প্রজাপতির ডানা দুটি বেড়ে উঠে এবং শক্ত হয়। বালকটি প্রজাপতিটিকে সংগ্রাম করতে না দিয়ে তাকে বাঁচবার শক্তি সংগ্রহ করতে দেয়নি।ফলে প্রজাপতিটি মারা গেল।
এ তত্তটি মানুষের জীবনে প্রয়োগ করা যেতে পারে।সংগ্রাম ছাড়া মানুষ ও জীবনে ভাল কিছু করতে পারেনা।পিতা মাতা হিসেবে আমাদের অবিভাবক যখন সবচেয়ে স্নেহের সন্তানকে সংগ্রাম থেকে আড়াল করে রাখে তখন তার শক্তি বৃদ্ধি না হতে দিয়ে তার সবচেয়ে বেশি ক্ষতিটি করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন