সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

আমি ফিরছি.....!


কবি,ফাতেমা খাতুন রুনা।
       
আমি ফিরছি আবার হিমালয় সমান কষ্ট নিয়ে ।
আমি ফিরছি প্রেমিকের মুখে অশ্লীল বাক্য  শুনে।
আমি ফিরছি মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে ।
নতুন রুপে নতুন সাজে তোমাদের আসরে ।

আমাকে বরণ করো না,
আমাকে রূপ চাকচিক্যের তিলক পরিও না,
আমি বেদনার তান্ডব,
ঈষাণ কোণে আমার বীণা বাজে স্মৃতির আয়োজনে।

আমাকে দূর্বল ভেবো না,
নিশান উড়িয়ে দিয়েছি সাহিত্যের অঙ্গনে।
কবিতায় কবিতায় ইতিহাসে লিখব নির্মম চিত্র পৃথিবীর রণাঙ্গনে।

আমি ফিরছি কামের স্রোতে জেগে উঠা পলকে জাগ্রত শিশুটির আর্তনাদে,
আমি ফিরছি ভালোবাসার সাগরে ডুব দিয়ে  কষ্টের কাদা গায়ে মেখে।
আমি ফিরছি কান্না ভেজা চাঁদর মুড়ি দিয়ে অন্তরে বিষাক্ত আশীবিষ‌ের ছোবল খে‌য়ে  ।
আমাকে ছুঁয়ো না তোমরা আমি যন্ত্রণার বিষে বিষাক্ত গন্ধবিলাস কদম ফুল।

আমি ফিরছি নারী পিপাসু‌দের চোখের তারায় তারায় অরুন্ধতী হয়ে ।
আমি ফিরছি রাশি-রাশি ঘৃণার মেঘমালার ছায়ায় সৃ‌ষ্টিকর্তার পাহারায়।
আ‌মি ফির‌ছি হৃদয় ফে‌টে যাওয়া বর্জপা‌তের উন্মাদ চিৎকা‌রে।
আমি তীব্র উচ্ছ্বাস কান্না চোখে লেগে থাকে বারোমাস।

আমি ফিরছি, সাহিত্য তুমি দ্বার খুলে দাও আমি তোমার একান্ত সৈনিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জুমার নামাজটা পড়তে পারলাম না।

একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...