আমার পাশে বসা সাদা মাটা মানুষটি আমার সুন্দর এই জীবনের বটবৃক্ষ!কখনো বাবাকে এমন করে ছবিতে একটি ফ্রেইমে বন্ধি করার মতো করে পায়নি। এটা আমার জীবনের জন্য একটি বড় পাওয়া। কারন বাবা কখনো পছন্দ করেন না ছবি তোলা তুলির অধ্যায়টা।নিদাগ সূর্যের তলে সন্তানের অমল শীতল ছায়া। তিনি হলেন বাবা। বাবা তোমার তুলনা তুমি নিজেই।তুমি শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবা মানে নির্ভরতার আকাশ আর নিঃসীম নিরাপত্তার চাদর।মরিয়া বাবর সম্রাট অমর হয়েছে!
নাহি তার কোনো ক্ষয়!পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয়!সন্তানের প্রতি বাবার ভালোবাসা এতটাই স্বার্থহীন যে, সন্তানের জন্য নিজের প্রাণ দিতেও বাবারা কখনো কুণ্ঠবোধ করেন না।বাবা ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা অসীম।পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরমং তপঃ।সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র জপে বাবাকে স্বর্গজ্ঞান করে শ্রদ্ধা করেন। পিতা সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো স্নেহছায়া হয়ে থাকেন। সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে পারেন। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। কাটে না সময় যখন আর কিছুতে!বন্ধুর টেলিফোনে মন বসে না!জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা!মনে হয় বাবার মতো কেউ বলে না!আয় খুকু আয়, আয় খুকু আয়…।হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানটি সন্তানদের এক অসীম আবেগ-নস্টালজিয়ায় ডুবিয়ে দেয়।পরিশেষে সবার কাছে বাবার জন্য দোয়াই কাম্য।

লাভ ইয়ো বাবা।
উত্তরমুছুনখুব ভালবাসি তোমাকে।
উত্তরমুছুন