মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭

ভালবাসি বললেই ভালবাসা হয়না.........!


একটি সম্পর্ক ভালোবাসা নামক কোন শব্দের উপর ভিত্তি করে টিকে থাকে না।সম্পর্ক টিকে থাকে দুটি মানুষের পরস্পরের প্রতি বিশ্বাস, সম্মান, ভাল লাগা মন্দ লাগার উপর গুরুত্ব দেওয়া এবং দুজনের এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার উপর।যে সম্পর্কে এই ব্যপার গুলো নেই সে সম্পর্কে থাকা ভালোবাসা নামক শব্দেরও কোন মূল্য নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জুমার নামাজটা পড়তে পারলাম না।

একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...