সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

আমি শূন্য...!

বিষন্নতা যখন ঘাড়ের উপর এসে চড়ে তখন রাতের শহর মাড়াতে ভাল লাগে। ভালই লাগে আকা বাঁকা পথে ঠিকানা বিহীন হাটতে।- মনে হয় এই পৃথিবীর বৃত্ত জুড়ে কেবল আমি একা বসবাস করছি। আমি- এমন একজন যে শূন্য, রিক্ত । ... বিষণ্ন হবার মত কোন কারণ আজ আর আমি খুঁজে পাই না, যেমন করে তুমি কিংবা তোমরা পাও । কারণ আমি...............?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জুমার নামাজটা পড়তে পারলাম না।

একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...