ভাবনা গুলো একান্ত আমার।তবে আমাকে নিয়ে আমার ভাবনা গুলো সব সময় অন্যরকম। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হবো? বড় হওয়ার স্বপ্নে শৈশব কাটিয়ে দিলাম। আজ আমি বড় হয়েছি।স্বপ্ন গুলো ও ডানা মেলেছে আমার সাথে সাথে আমার অজান্তেই। মাঝে মাঝে জীবন কে নিয়ে খুব হতাশায় পড়ে যায়। আবার
প্রতিদিনই ফিরে আসি নিজের গন্তব্যে অথচ আজ পর্যন্ত জানতে পারলামনা কাজ করার জন্য বেচে থাকি না বাচার জন্য কাজ করি! ছোট বেলায় বার বার সবাইকে প্রশ্ন করা হত বড় হয়ে কি হবে?এখন সেই জবাব আমি পেয়েছি। আবার আমি ছোট হব! আমি ক্লান্ত হয়ে পরেছি জীবনের নওকরী থেকে! ! হে জিন্দেগী এখন ভালই হবে তুই আমায় হিসাব করে দে! !
বন্ধুদের সাথে চলা ফেরায় এই বাস্তবতায় ফিরেছি।নিশ্চয় তারা আমাকে নিয়ে হেয় করায় ছিল কিন্তু আমার জীবনের আলোর পথ খুজে পাওয়া।তাদের পকেটের টাকা দিয়ে তারা আমায় হয়তো এই দুনিয়ার অনেক কিছু চিনাইছে। আর খালি পকেটে রাখছে আমাকে!পকেটে টাকা আনার কৌশলটা কেউ কখনো আমাকে শিখায় নি। এটাই হলো বাস্তবতা।
যখন নিজে টাকা উপার্জন করা শুরু করেছিলাম তখন বুঝেছিলাম জীবনের আসল সখ গুলো বাবা মায়ের টাকা দিয়ে পূর্ন হয়। আর নিজের টাকা দ্বারা প্রয়োজনাদি পূর্ন হয়।এতে যদি হাঁসি না আসে তবুও হাঁসতে হয়। কেহ জিজ্ঞাসা করে কেমন আছি? ভালই আছি বলতে হয়। বন্ধু গন এটাই হল জীবনের ড্রামা!এখানেই সবাইকে নাটক করতে হয়! আগুনের প্রয়োজন হয়না এখানেতো একে অপরের দ্বারা জ্বলে পুরে ছাই হয় !
পৃথিবীর বিজ্ঞানীরা খুজে ফিরছে চাদেঁ জীবন আছে না নাই!কিন্তুু মানুষ কখনো খুজেনা জীবনে সুখ আছে কি নাই?
ঘুম আর মৃত্যুর মাঝে পার্থক্য কি?কেহ এর সুন্দর জবাব দিয়েছেন......
ঘুম হল অর্ধেক মৃত্যু!
আর মৃত্যু হল পরিপূর্ণ ঘুম!!
জীবন তার গতানুগতিক ভাবে চলে কিন্তু তার প্রতিনিধিরা হল জানাযা স্বরুপ। সকাল হয় সন্ধ্যা আসে কারো কেঁদে কেঁদে জীবন যায় আবার কেউ কেউ হেসে হেসে তার অন্তরের কষ্ট মিটায়!
কতই না নিদর্শন স্রষ্টার। জিন্দা মানুষকে পানিতে ডুবাই আবার মুর্দাকে পানিতে ভাসায় । ব্যাস বন্ধু জীবন একটা বাস কন্ট্রাক্টারি হয়ে গেছে। প্রতিদিনের সফর,কিন্তু গন্তব্য কোথাও না । প্রত্যেকটি প্রশ্নের জবাব আমি খুজে ফিরি এবং নিজের রুমে প্রবেশ করতেই জবাব মিলে যায় ঘরের ছাদ আমায় বলে উচু চিন্তা রাখ। ফ্যান বলে ঠান্ডা মেজাজে কাজ কর। ঘরি বলল তোমার প্রতিটি মিনিট অনেক দামী। আয়না বলে কোন কিছু করার পুর্বে নিজে নিজে চিন্তা করে দেখ।জানালা বলে দুনিয়াটাকে দেখ।ক্যালেন্ডার বলে আপ ডেট থাক। দরজা বলল নিজের উচ্চতার সিড়িকে পাওয়ার জন্য পূর্ন শক্তিতে জোর লাগাও।আরো কত কি? এতো কিছু নাই আমার তবুও আমি হতাশ নই।
রেখা মানুষের কপালে থাকলে নাকি ভাগ্যই পাল্টে যায়। আর যদি রেখা জমিনে টানা হয় তাহলে সিমানা হয়ে যায়। আর যদি চামড়ায় টানা হয় তাহলে রক্তই বের হয়ে যায়।আর আপন মানুষদের মাঝে টানা হয় তাহলে দেয়াল সৃষ্টি হয়ে যায় ।
এক টাকায় কখনো একলাখ হয় না। কিন্তু যদি একলাখ থেকে এক টাকা হারিয়ে যায় তাহলে আর একলাখ থাকেনা।
হে প্রিয় মনে রেখ আমি ও এক লাখের মাঝে এক টাকা।তাই সযতনে রেখ আমায়।বাকি সব মিথ্যা আর ধান্ধাবাজি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন