একটা তাজমহল হয়তো বানাতে পারব না, তবু গড়বো বাবুই পাখির মত ছোট্ট সুখের এক নীড়। শুধু একবার হাসো আমার পানে চেয়ে! আকাশের ঐ চাঁদটা হয়তো এনে দিতে পারব না, তবু চাঁদনী রাতে সেই হাসির সৌন্দর্য্যে মুগ্ধ হব। শুধু একবার কাছে ডাকো আমায়! সাত-সমুদ্র তের- নদী হয়তো পাড়ি দিতে না, তবু ছুটে আসব তোমার হৃদয়ের আহবানে সাড়া দিতে। শুধু একবার আসো আমার সাথে! এভারেস্ট কিংবা মঙ্গলে হয়তো না, তবু দেখাব তোমায় আমার হৃদয়ে থাকা অজস্র স্বপ্নের পাহাড়। শুধু এক টুকরো ভালবাসা দাও আমায়! প্রতিদানে হয়তো তেমন কিছুই দিতে পারব না, তবু সেই ভালবাসা ধরে রাখব জীবনের শেষ নিশ্বাসটি পর্যন্ত। আজ আর কিছুই বলবো না তোমাকে। শুধুবলবো তোমাকে খুব বেশি ভালবাসি। যার শেষ হয়তো কখনো হবে না।ভালবাসা কি জানো?আমার কাছে মনে হয় ভালবাসা মানে তুমি। আবেগ কি জানো?আমার কাছে আবেগ হলে তুমি। মায়াতে কিভাবে জড়ায় জানো? আমি জানি, যেভাবে তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছো। সুখ কি জানো? আমি জানি, তুমি যখন হাসো তখন আমার সুখ। আমি জানি তারপরে ও তুমি বল আমার ভালবাসার কমতি নাকি আছে। আমি জানি আমার ভালবাসা আজও অসম্পূর্ণ। কেন জানো? কারন তুমি এখনো আমায় আমার মতো করে ভালবাসতে পারনি ..... !!!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জুমার নামাজটা পড়তে পারলাম না।
একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...
-
মেয়ে=মানুষ, আর মাল মানে পণ্য। তাহলে আমরা কেন একটি মেয়েকে মাল বলি?মানুষ তো আমি আপনি সবাই।অর্ধেক নারী আর আর্ধেক নর। কিন্তু একটা মেয়ে মানুষ ম...
-
এমন জীবন করিও গঠন, মরনে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের আজীবনের সম্মাননা পাওয়া এক মহান ব্যক্তির নাম এম এন ইসল...
-
এই ছবিটি ধারন করেন ভাগিনা খালেদ।ছবিটি নলুয়া তালতল থেকে ধারনকৃত।অলস সময়ের এক ফাকে যখন আমরা সূর্যাস্তের ছবি তুলতে মত্ত,ঠিক সেই সময়ে ক্যামর...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন