সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

কুঠারে শান দাও......!

তুমি শেষবার কখন তোমার অস্ত্রে শান দিয়েছো? অতীত গৌরবগাথা কিংবা উচ্চ শিক্ষার মর্যদাপূর্ন তকমা দিয়ে হবেনা।সফল হতে হলে সর্বদা সকলকে কুঠারে শান দিয়ে কাজ করতে হবে। আমাদের দেহের পুষ্টির জন্য যেমন ভাল খাদ্য বস্তুর প্রয়োজন,তেমনি মানসিক উন্নতির জন্য প্রত্যহ সৎ চিন্তার প্রয়োজন।ভাল খাদ্যের বদলে খারাপ খাদ্য খেলে যেমন শরীল অসুস্হ হবে,তেমনি সৎ চিন্তা না করলে মন ও অসুস্হ হয়। সৎ ও ইতিবাচক চিন্তার দ্বারা মনকে সঠিকভাবে চালনা করতে হয়। বাস্কেট বল খেলতে যেমন,তেমনি নিয়মিত অনুশীলন এবং অনেকের সঙ্গে সংস্পর্শের মধ্য দিয়েই সাফল্যের মূলমন্ত্র গুলো আয়ত্ব করতে হয়। ঠিক সফলতার সোনার কাঠিটি বাস্কেট বলের সাধনার, অনুশীলের,পরিশ্রমে অর্জিত গুলের মত। শান দাও দেখবে তুমিও জিতবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জুমার নামাজটা পড়তে পারলাম না।

একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...