তুমি শেষবার কখন তোমার অস্ত্রে শান দিয়েছো? অতীত গৌরবগাথা কিংবা উচ্চ শিক্ষার মর্যদাপূর্ন তকমা দিয়ে হবেনা।সফল হতে হলে সর্বদা সকলকে কুঠারে শান দিয়ে কাজ করতে হবে। আমাদের দেহের পুষ্টির জন্য যেমন ভাল খাদ্য বস্তুর প্রয়োজন,তেমনি মানসিক উন্নতির জন্য প্রত্যহ সৎ চিন্তার প্রয়োজন।ভাল খাদ্যের বদলে খারাপ খাদ্য খেলে যেমন শরীল অসুস্হ হবে,তেমনি সৎ চিন্তা না করলে মন ও অসুস্হ হয়। সৎ ও ইতিবাচক চিন্তার দ্বারা মনকে সঠিকভাবে চালনা করতে হয়। বাস্কেট বল খেলতে যেমন,তেমনি নিয়মিত অনুশীলন এবং অনেকের সঙ্গে সংস্পর্শের মধ্য দিয়েই সাফল্যের মূলমন্ত্র গুলো আয়ত্ব করতে হয়। ঠিক সফলতার সোনার কাঠিটি বাস্কেট বলের সাধনার, অনুশীলের,পরিশ্রমে অর্জিত গুলের মত। শান দাও দেখবে তুমিও জিতবে।
সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জুমার নামাজটা পড়তে পারলাম না।
একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...
-
মেয়ে=মানুষ, আর মাল মানে পণ্য। তাহলে আমরা কেন একটি মেয়েকে মাল বলি?মানুষ তো আমি আপনি সবাই।অর্ধেক নারী আর আর্ধেক নর। কিন্তু একটা মেয়ে মানুষ ম...
-
এমন জীবন করিও গঠন, মরনে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের আজীবনের সম্মাননা পাওয়া এক মহান ব্যক্তির নাম এম এন ইসল...
-
এই ছবিটি ধারন করেন ভাগিনা খালেদ।ছবিটি নলুয়া তালতল থেকে ধারনকৃত।অলস সময়ের এক ফাকে যখন আমরা সূর্যাস্তের ছবি তুলতে মত্ত,ঠিক সেই সময়ে ক্যামর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন