মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭

সাতকানিয়ার উন্নয়ন নদভী সাহেবের দর্শন।পূর্ব গাটিয়াডেঙ্গা ব্রীজের খন্ড চিত্র। ইমরান,সাতকানিয়া।

উন্নয়নের গনতন্ত্র জননেত্রী শেখ হাছিনার মূলমন্ত্র।শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন। এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রাম তথা সাতকানিয়া লোহাগাড়ার এম.পি প্রফেসর ডঃ আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এগিয়ে যাচ্ছে দেশ ও দশের জন্য।পুরো সাতকানিয়ায় স্মরন কালের ইতিহাসের শ্রেষ্ট কাজ করে যাচ্ছেন তিনি। ডলু নদীতে সাতকানিয়া ডলু ব্রীজের পর মানুষ স্বপ্ন দেখতো হাঙ্গর মুখে একটি ব্রীজ নির্মান হবে অনেকের প্রতিশ্রুতি ও ছিল।শেষ পর্যন্ত সেই স্বপ্নের ব্রীজটি তার নিজের মত করে জায়গা করে নিল পূর্ব গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে। জানা মতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই ব্রীজ নির্মানের সময় নেয়া হয় নয় মাস। বাংলাদেশের প্রথম শ্রেনীর ঠিকাদার দ্বারা কাজটি দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জুমার নামাজটা পড়তে পারলাম না।

একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা ...